Complement: Complement হলো Subject এরই একটি ভিন্ন পরিচয় যা Verb এর পরে বসে Subject এর পরিচয় জ্ঞাপন করে।
যেমন: He is a writer.
এখানে, He-এর আর একটি পরিচয় হচ্ছে writer অর্থাৎ writer এবং He একই ব্যক্তি।
সুতরাং বলা যায় যে, He = writer
আর একটি Sentence লক্ষ্য করি-
He eats rice.
এখানে, riceদ্বারা He কে নির্দেশ করছে না তাই rice, He এর Complement নয়।
rice হচ্ছে এই Sentence এর Object যার সাথে Verb এর সম্পর্ক বিদ্যমান।