Modifier : যে Word, Phrase বা Clause- Noun বা Noun Phrase এর পূর্বে অথবা পরে বসে উক্ত Noun কে modify করে অর্থাৎ উক্ত Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে Modifier বলে। যেমন-
A drowning man catches at a straw.
The boy reading in the school is meritorious.
Underline করা অংশ man এবং The boy সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। তাই ‘drowning’ এবং ‘reading in the school’ উক্ত Sentence দুটির Modifier.
Modifier দুই প্রকার। যথা-
- Pre-modifier
- Post-modifier
Pre-modifier: Pre অর্থ পূর্বে। তাই যে Modifier- Noun বা Noun Phrase এর পূর্বে বসে ঐ Noun বা Noun Phrase-কে modify করে তাকে Pre-modifier বলে। উল্লেখ্য, Pre-modifier Determiner-এর পরে এবং Head Word-এর পূর্বে বসে। যেমন-
He is a famous writer.
এখানে ‘a’ Determiner, ‘famous’ Pre-modifier এবং ‘writer’ Head Word
Different Types of Pre-modifier:
Adjective |
as Pre-modifier
|
A foolish man can commit such a great blunder.
He is an honest man. |
Present Participle | A burking dog seldom bites.
He is a sleeping partner of our company. |
|
Past Participle | We should drink purified water.
Polluted water is harmful for health. |
|
Noun | We are enjoying a cricket match.
A launch journey is pleasant. |
|
Noun Adjective | Della presented Jim a nice fob chain.
‘Thikana’ is my favourite Bangla novel. |
|
Compounds | We hired a first class cabin.
A hard working person can prosper in life. |
৩৮ তম বিসিএস
|
1. A retired officer lives next door. Here, the underlined word is used as–
A. gerund B. adverb C. preposition D. participle |
1.
Ans: D
|
Post-modifier: Post অর্থ পরে। তাই যে Modifier- Noun বা Noun Phrase এর পরে বসে ঐ Noun বা Noun Phrase-কে modify করে তাকে Post-modifier বলে। যেমন-
The machines made in Bangladesh are working well.
The man who came here yesterday is my cousin.
Different Types of Post-modifier:
Adjective |
as Post-modifier
|
I don’t find anything wrong in the book.
There was something absent in her get up. |
Present Participle Phrase | I saw the man leaving the place.
I discovered the baby lying on the floor. |
|
Past Participle Phrase | The book published in 2010 has been revised.
The bill passed by the parliament has been enacted. |
|
Infinitive Phrase | He took a chance to get the job.
I made an attempt to solve the problem. |
|
Appositive | Alexander, king of Macedonia, invaded india.
Sheikh Mujib, father of the nation, was a great leader. |
|
Relative Clause* | The writer took a cabin that was small.
Mecca is the place where the holy prophet was born. |
|
Adverb | The students outside started playing.
The questions below are to be answered briefly. |
Dangling Modifier: কোন Modifier যদি তার কাঙ্ক্ষিত শব্দটিকে বিশেষিত না করে অন্য কোন শব্দকে বিশেষিত করে কিংবা বাক্যে উন্মুক্তভাবে অবস্থান করে তবে তাকে Dangling Modifier বলে।
অর্থাৎ, যখন Modifier দ্বারা Subject বিশেষিত বা বর্ণিত হয় কিন্তু প্রকৃতপক্ষে উক্ত Subject-এর অস্তিত্বই বাক্যে অনুপস্থিত থাকে এবং উক্ত Modifier দেখে মনে হয় যেন, Modifier-টি বাক্যে উন্মুক্তভাবে ঝুলে আছে তখন Dangling Modifier এর উদ্ভব হয়। The modifier without a subject, it is considered to be “dangling”.
Dangling Modifier-যুক্ত বাক্য শুদ্ধ করার কৌশল:
১। Main Clause-এ যুক্তিসংগত কিংবা যথাপোযুক্ত Doer (Subject) ব্যবহার করুন যাতে বাক্যটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। যেমন-
Having arrived at the station, there was no train.
Dangling Modifier Main Clause
স্টেশনে পৌঁছে, সেখানে কোন ট্রেন নেই।
যেহেতু বাক্যে Subject-এর উল্লেখ নেই সেহেতু “Having arrived at the station” ‘কি বা কাকে’ বিশেষিত করছে তা বুঝা যাচ্ছে না। ফলে “Having arrived at the station” অংশটুকু বাক্যে উন্মুক্তভাবে ঝুলে আছে এবং Sentence-টি দ্বারা আসলে কি বুঝানো হচ্ছে তা ঠিক বুঝা যাচ্ছে না। সঠিক উত্তর নিমণরূপ-
Having arrived at the station, Tasmia saw there was no train.
স্টেশনে পৌঁছে, তাসমিয়া দেখল সেখানে কোন ট্রেন নেই।
Dangling Modifier- “Having arrived at the station” Tasmia-কে বিশেষিত করেছে। ফলে বাক্যটি অর্থপূর্ণ হয়েছে।
After reading the novel, the movie based on it is sure to be exciting.
Dangling Modifier
উপন্যাসটি পড়ার পর, এটির ভিত্তিতে নির্মিত সিনেমাটি অবশ্যই উত্তেজনাকর ছিল।
যদি প্রশ্ন করা হয়- ‘‘কে উপন্যাসটি পড়েছিল?’’ তাহলে কোন উত্তর পাওয়া যাবে না। বাক্যটি দেখে মনে হচ্ছে- Dangling Modifier-টি the movie-কে বিশেষিত করছে যা আদৌ সম্ভব নয়। সঠিক উত্তর নিমণরূপ-
After reading the novel, she thought the movie based on it was sure to be exciting.
উপন্যাসটি পড়ার পর, সে ভাবলো এটির (movie) ভিত্তিতে নির্মিত সিনেমাটি অবশ্যই উত্তেজনাকর ছিল।
২। প্রয়োজনে Dangling Modifier-যুক্ত অংশে যুক্তিসংগত কিংবা যথাপোযুক্ত Doer (Subject) ব্যবহার করে বাক্যটিকে অর্থপূর্ণ এবং পূর্ণাঙ্গ রূপদান করুন। যেমন-
Without knowing his name, it is difficult to introduce him.
Dangling Modifier Main Clause
তার নাম না জেনে, তাকে পরিচিত করানো কঠিন।
(কে তাকে পরিচিত করাবে তা কিন্তু বাক্যে উল্লেখ নেই)
বাক্যে Doer(Subject) না থাকায় বাক্যটি অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সঠিক উত্তর হলো-
Since I don’t know his name, it is difficult to introduce him.
যেহেতু আমি তার নাম জানি না, সেহেতু তাকে পরিচিত করানো কঠিন।
- সাধারণত যে সমস্ত Grammatical Structure-এর মাধ্যমে Dangling Modifier-এর উদ্ভব হয় সেগুলো হলোঃ
Infinitive as Dangling Modifier:
To master Communicative English, hard work is required.
Dangling Modifier
Communicative English-এ দক্ষ হতে, কঠোর পরিশ্রমের প্রয়োজন।
(‘কার’কঠোর পরিশ্রম প্রয়োজন তা কিন্তু বাক্যে উল্লেখ নেই। অর্থাৎ বাক্যে কোন Subject নেই। ফলে বাক্যটি অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে-
To master Communicative English, you will have to work hard.
Dangling Modifier
Communicative English-এ দক্ষ হতে, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে।
Present Participle/Participle Phrase as Dangling Modifier:
Driving thirty miles over the speed limit, a dog was hit by a car.
Dangling Modifier
Dangling Modifier দ্বারা dogবিশেষিত হয়েছে। ফলে বাক্যটি দেখে মনে হচ্ছে-কুকুরটি উচ্চ গতিতে গাড়ি চালানোয় গাড়ি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। সঠিক উত্তর হলো-
Driving thirty miles over the speed limit, I hit a dog with my car.
Dangling Modifier
Working in the garden a snake bit him.
Dangling Modifier
Dangling Modifier দ্বারা snakeবিশেষিত হয়েছে। ফলে বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে- সাপটি বাগানে হাটার সময় তাকে কামড়ে ছিল। সঠিক উত্তর হলো-
Working in the garden he was bitten by a snake.
Dangling Modifier
Dangling Modifier দ্বারা he বিশেষিত হয়েছে।
বাগানে হাটার সময় সে সাপ কর্তৃক দংশিত হয়েছিল। অথবা, সে বাগানে হাটার সময় সাপ কর্তৃক দংশিত হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১২-১৩
|
1. Choose the correct sentence.
A. Flying outside the window, he grabbed the papers. B. Flying out of the window, he grabbed the papers. C. Flying out the window, the papers were grabbed by him. D. Flying outside the window, he has grabbed the papers.
Note: Dangling Modifier (Flying outside the window) দ্বারা he বিশেষিত হয়েছে। ফলে A, B এবং D বাক্য তিনটি দেখে মনে হচ্ছে-সে জানালার বাইরে উড়ে উড়ে কাগজগুলো আকড়ে ধরেছিল। তাই বাক্য তিনটি অশুদ্ধ হয়েছে। সঠিক বাক্য: জানালার বাইরে উড়ন্ত কাগজগুলো তার দ্বারা মুঠোবন্ধি হয়েছিল। |
1.
Ans: C
|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিট ২০১৩-১৪
|
2. While biking home before the strom, –.
A. the bicycle of Jahan broke down B. Jahan had an accident C. it happened that Jahan’s bike broke down. D. the strom caught Jaha. Note: ‘the bicycle of Jahan’ ‘it’ এবং ‘the strom’ Dangling Modifier দ্বারা বিষেশিত হওয়ায় বাক্যগুলো অর্থগতভাবে ভুল হয়েছে। |
2.
Ans: B
|
Perfect Participle as Dangling Modifier:
Having arrived late for class, a written excuse was needed.
Dangling Modifier
(এখানে, written excuse বিশেষিত হয়েছে)
বিলম্বে ক্লাসে আসায়, লিখিত অজুহাতের (কারণ) প্রয়োজন ছিল। (‘কার’ লিখিত অজুহাতের প্রয়োজন ছিল তা কিন্তু বাক্যে উল্লেখ নেই। ফলে বাক্যটি অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে-
Having arrived late for class, the student needed a written excuse.
Dangling Modifier
বিলম্বে ক্লাসে আসায়, ছাত্রটির লিখিত অজুহাতের প্রয়োজন ছিল।
Perfect Participle (Passive) as Dangling Modifier:
Having been criticized severely, left the job.
Dangling Modifier
Subject না থাকায় বাক্যটি অশুদ্ধ। সঠিক উত্তর হচ্ছে-
Having been criticized severely, he left the job.
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ ২০০৬ | 1. Find out the correct sentence.
A. Crossing the street, a car almost struck us. B. As we crossed the street, a car almost struck us. C. A car almost struck us, crossing the street. D. Having crossed the street, a car almost struck us. Note: A, C এবং D option-এ Subject না থাকায় ‘Crossing the street’ এবং ‘Having crossed the street’ বাক্যে উন্মুক্তভাবে ঝুলে আছে। ফলে বাক্য তিনটি অসম্পূর্ণ রয়ে গেছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে option-B. |
1.
Ans: B |
Preposition + V-ing as Dangling Modifier:
After jumping of a boat, a shark bit the man.
Dangling Modifier
Dangling Modifier দ্বারা shark বিশেষিত হয়েছে। ফলে বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে- হাঙ্গরটি নৌকা থেকে লাফ দেওয়ার পর, লোকটি কামড় দিল। হাঙ্গর যেহেতু পানিতে থাকে সেহেতু নোকা থেকে লাফ দেওয়ার কাজ-লোকটির, হাঙ্গরের নয়। সঠিক উত্তর হলো-
After jumping of a boat, the man was bitten by a shark.
Dangling Modifier
নৌকা থেকে লাফ দেওয়ার পর, লোকটি হাঙ্গড় কর্তৃক কামড় খেয়েছিল। অথবা,
লোকটি নৌকা থেকে লাফ দেওয়ার পর, হাঙ্গড় কর্তৃক কামড় খেয়েছিল।
নোট: এ ধরণের বাক্যের ক্ষেত্রে যদি উপযুক্ত Subject না পাওয়া যায় কিংবা Subject সম্পর্কে Confusion- এর সৃষ্টি হয় তাহলে প্রয়োজনে বাক্যটিকে Passiveকরে উপযুক্ত Subjectটি প্রথমে আনতে হবে।
- Dangling Modifier-এর ক্ষেত্রে, দুটি তুলনীয় বিষয় পাশাপাশি অবস্থান করবে এবং দ্বিতীয়টি Dangling Modifier দ্বারা বিশেষিত হওয়ার পাশাপাশি বাক্যে Subject হিসেবে কাজ করবে। যেমন- নিয়মানুযায়ী
Unlike most birds, vultures do not have feathers on their heads and necks.
বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডে নিয়োগ পরীক্ষা ২০০৪
|
1. Similar to the floppy disk –
A. stores data in the hard disk sectors. B. the hard disk stores data in sectors. C. stores data is sectors in the hard disk. D. Data is stored in the hard disk in sectors.
Note: নিয়মানুযায়ী দুটি তুলনীয় বিষয় তথা floppy disk এবং the hard disk পাশাপাশি অবস্থান করছে এবং দ্বিতীয়টি অর্থাৎ ‘the hard disk Dangling Modifier দ্বারা বিশেষিত হওয়ার পাশাপাশি বাক্যে Subject হিসেবে কাজ করছে। |
1.
Ans:B
|
Misplaced Modifier: কোন Modifier যদি Sentence-এর যথাস্থানে না বসে অন্যত্র বসে তবে তাকে Misplaced Modifier বলে। বাক্যে গাঠনিক সৌন্দর্য এমনকি অর্থকেও ধ্বংস করে।
যেমন-
The villagers were poor who came for reliefs.
গ্রামবাসীরা ছিল গরিব যারা ত্রাণের জন্য এসেছিল।
গ্রামের সকল সদস্য যদি গরিব হয়ে থাকে তাহলে তো উপরিউক্তভাবে বাক্যটি লেখার প্রয়োজন ছিল না। সেক্ষেত্রে বাক্যটি নিমেণাক্তভাবেও লেখা যেত-
The villagers came for reliefs.
গ্রামবাসীরা ত্রাণের জন্য এসেছিল। (যেহেতু গ্রামের সকলেই গরিব)
মূলত, বাক্যটি যে বার্তা দিতে চাচ্ছিল তা হলো- গ্রামে কিছু লোক ধনী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব ছিল। এদের মধ্যে যারা গরিব ছিল কেবল তারাই ত্রাণের জন্য এসেছিল। তাহলে বাক্যটি নিম্নোক্তভাবে হওয়া উচিৎ ছিল-
গ্রামবাসী যারা গরিব ছিল (তারা) ত্রাণের জন্য এসেছিল।
The villagers who were poor came for reliefs.
Antecedent R.P
Antecedent: Relative Pronoun (who, which, that, whose, whom)-যে Noun বা Pronoun-এর ঠিক পরে বসে ঐ Nounবা Pronoun-কে নির্দেশ করে তাকে Antecedent বলে। যেমন:
The villagers who are poor have applied for a loan.
Antecedent R.P
মনে রাখতে হবে- Antecedent-এর পরে Relative Pronoun হয় এবং Antecedent অনুসারে Verb নির্ধারিত হয়।